জনস্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির তথ্য প্রকাশকারী সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যঃ



জনস্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির তথ্য প্রকাশকারী সংস্থার লক্ষ্য উদ্দেশ্য

) এই দেশের কল্যার্ণের জন্য অসহায় নিরীহ নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের আইনানুগ সহায়তা করা।
) দুর্নীতির বিরুেেদ্ধ উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তথ্য প্রকাশ করা। দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রীর বক্তব্যর সাথে একাত্বতা প্রকাশ করে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠী, মাদক অপরধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা। বিগত সনগুলোতে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে উক্ত সংস্থা এসেছিল ভবিষ্যৎতে এই ধারা অব্যাহত রাখা।
) দুর্নীতিবাজ যতই ক্ষমতাধর ব্যাক্তি হোক না কেন, তার বিরুদ্ধে সর্বদা বিপরীতমুখী অবস্থান করে উপযুক্ত কর্তৃপক্ষকে দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রকাশ করা।
) দেশ মাতৃকার রক্ষার্থে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়ে, মানুষের কল্যার্ণের নিমিত্তে নিজের জীবন উৎসর্গ করতে আমরা (দুর্নীতির তথ্য প্রকাশকারী) কখনো কুন্ঠিত হব না। এই কার্য সম্পাদনের জন্য আমরা দুর্নীতির তথ্য প্রকাশকারী) সর্বদা বদ্ধ পরিপকর।
) সর্বদা নিজের স্বার্থকে বলিয়ান দিয়ে জনকল্যানমুখী কাজ করবো। কখনো দুঃস্কৃতিকারী দ্বারা প্রভাভিত হইব না।
) পৃর্বে এই সংস্থা নিরীহ নির্যাতিত মানুষের ন্যায় বিচার পাইয়ে দেওদার স্থল ছিল ভবিষ্যততেও থাকবে।
) রাষ্ট্র হইতে দুর্নীতিবাজ রাষ্ট্র বিরোধী শত্রুকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তথ্য প্রকাশ করার মাধ্যমে দেশ পিছিয়ে না পরে সে কল্পে আমরা (দুর্নীতির তথ্য প্রকাশকারী) সরকারী সকল সংস্থাকে তথ্য প্রকাশ করতে বাধ্য থাকিব। এই সংকল্পে উক্ত সংস্থা সর্বদা বদ্ধ পরিপকর।